ডিজিটাল যুগে প্রযুক্তি যেমন আশীর্বাদ, তেমনি সচেতনতার অভাবে তা হয়ে উঠতে পারে ভয়ংকর অভিশাপও। ঠিক এই বাস্তবতাকে সামনে রেখেই বাংলাদেশের এক তরুণ প্রযুক্তিবিদ “আছিম হোসেন লিয়ন” নিজ জেলা মেহেরপুর থেকে শুরু করেছেন এক গুরুত্বপূর্ণ সামাজিক মিশন “সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা”।
গাংনী উপজেলার এই তরুণ ২০১৮ সাল থেকেই সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম উদ্যমী সাইবার সিকিউরিটি এজেন্সি “CyberSentinel-IT” প্রতিষ্ঠাতা ও নেতৃত্বদানকারী এবং বাংলাদেশের অন্যতম সাইবার সিকিউরিটি টিম “বাংলাদেশ সাইবার ডিফেন্স” এর সহ-প্রতিষ্ঠাতা। এই টিমের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে সাইবার অপরাধ থেকে রক্ষা করা এবং প্রযুক্তি ব্যবহারে সচেতন করে তোলা।
আছিম এর নেতৃত্বে টিমটি এখন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিনামূল্যে সেমিনার ও ওয়ার্কশপ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে শিক্ষার্থীদের শেখানো হবে কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদে ব্যবহার করতে হয়, কীভাবে অনলাইন প্রতারণা চেনা যায়, এবং কী করলে নিজের ব্যক্তিগত তথ্য রক্ষা করা যায়।
তিনি বলেন, “আজকের শিক্ষার্থীই আগামী দিনের নাগরিক। যদি তারা এখনই অনলাইন নিরাপত্তার গুরুত্ব না বোঝে, তাহলে ভবিষ্যতে তারা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।”
বাংলাদেশে দিনে দিনে সাইবার অপরাধ বাড়ছে। প্রতারণা, ফেক আইডি খুলে হয়রানি, হ্যাকিং, ব্ল্যাকমেইল ইত্যাদি ঘটনায় ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত।
এই পরিস্থিতিতে আছিমের মতো তরুণদের এগিয়ে আসা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
আছিম হোসেন ও তার টিম “বাংলাদেশ সাইবার ডিফেন্স” একটি অনলাইন হেল্প ডেস্ক চালু করেছেন, যেখানে সাধারণ মানুষ সাইবার সংক্রান্ত যেকোনো সমস্যায় সহযোগিতা পাবেন।
তিনি বলেন, “আমার স্বপ্ন, আমার জেলা শুধু প্রযুক্তিতে নয়, সুরক্ষার দিক থেকেও শক্তিশালী হোক যাতে এই মডেল দেখে পুরো দেশ অনুপ্রাণিত হতে পারে।”
দেশে যখন অনেকেই প্রযুক্তিকে শুধুমাত্র ব্যবসার হাতিয়ার হিসেবে নিচ্ছেন, তখন “আছিম হোসেন লিয়ন” এর মতো তরুণরা প্রযুক্তিকে ব্যবহার করছেন সমাজ রক্ষার অস্ত্র হিসেবে। তার এই প্রচেষ্টা একদিন দেশের প্রতিটি নাগরিককে আরও সচেতন, নিরাপদ এবং ডিজিটালি সক্ষম করে তুলবে এমনটাই প্রত্যাশা সকলের।