সারাদেশে বেড়েছে ডেঙ্গু, সেই সাথে বেড়েছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। তাই এই বিষয় গুলো মাথায় রেখে জেলার সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে এবং ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে মেহেরপুরের ১ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের এর পক্ষ থেকে মশারি বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে, কর্মী সমর্থক দের সাথে আলোচনা শেষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর এই উপহার, প্রায় ১হাজার মশারী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদেরকে আরো সচেতন হতে হবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা এবং পানি জমিয়ে রাখা থেকে বিরত থাকতে হবে যাতে করে, ডেঙ্গু মশার মতো সকল বিষাক্ত প্রাণী জন্ম নিতে না পারে,, যেহেতু ডেঙ্গু বেড়েছে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা এই মশারি আপনাদের সুরক্ষার জন্য উপহার হিসেবে দিচ্ছি।
দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের কথা চিন্তা করে আপনাদেরকে সুরক্ষিত রাখতে সব ধরনের পদক্ষেপ নিতে সব সময় এগিয়ে রয়েছেন। আপনারা প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন যাতে করে জনগণের উন্নয়নে সব সময় এগিয়ে থাকতে পারেন তিনি।