মেহেরপুরের মুজিবনগরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নানা সম্পর্কের ৫৮ বছর বয়সী তসলেম উদ্দিন নামের এক ব্যক্তির উপর।
মঙ্গলবার ২২ আগষ্ট মুজিবনগর উপজেলার ভবেরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক তসলেম উদ্দিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
ধর্ষণের শিকার ওই শিশু কন্যার, মা জানান, আমার চার বছরের মেয়ে অনেক চঞ্চল এলাকার সবার সাথেই তার ভাব রয়েছে, ছোট মানুষ হিসেবে মুখে কথার ফুলঝুরি থাকায় এলাকার মানুষও তাকে অনেক ভালোবাসেন,, মঙ্গলবার দুপুরে দিকে আমার মেয়েকে ফুসলিয়ে মাঠে নিয়ে গিয়ে তসলেম ধর্ষণ করেন। পরে আমার মেয়ে বাড়িতে এসে আমাকে বিষয়টি জানায়। মেয়ের এমন অবস্থা চোখে দেখে আমি সাথে সাথে মেয়েকে স্থানিয় একটি ক্লিনিকে নিয়ে যায়, সেখান থেকে ক্লিনিক কর্তৃপক্ষ আমাকে মেহেরপুর সদর হাসপাতালে নেয়ার কথা বল্লে মেয়েকে নিয়ে আমি মেহেরপুর সদর হাসপাতালে চলে আসি।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমেনা খাতুন বলেন, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সিভিল সার্জন টিম গঠন করে দিলে পরিক্ষা নিরিক্ষা মাধ্যমে বিস্তারিত জানা যাবে।’
এ ঘটনায় মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, ‘ধর্ষণের ঘটনা ঘটেছে, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে । অভিযুক্ত আসামীকে আটকের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।’ জানান তিনি,,,
