মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামের গোরস্থানের জমি দখল করে ঘর তৈরীর পাঁয়তারা করায় প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী।
শনিবার বিকেলের দিকে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন শিবপুর গোরস্থান কমিটির সভাপতি হামিদুল ইসলাম, ওসমান গনি, হাফিজুল ইসলাম, রাজন আলী,আব্দুল জব্বার, জালাল উদ্দিন, সোহেল রানা প্রমুখ। মানববন্ধনে শিবপুর গ্রামের সকল বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গ্রামবাসী সূত্রে জানা গেছে প্রায় ২৭ বছর পূর্বে আব্দুর রহমান নামের এক ব্যক্তি সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শিবপুর গোরস্থান সংলগ্ন ১০ শতক জমি গোরস্থানে দান করেন। ওই ঘটনার পর মাওলা বক্স নামের অন্য এক ব্যক্তি নিজেকে ভূমিহীন ওই জমি নিজের নামে নিয়ে নেন। পরে মাওলা বক্স একই গ্রামের বজলুর রহমানের কাছে জমিটি বিক্রি করে দেন।
এদিকে বজলুর রহমান ওই জমিতে ঘর করার জন্য ব্যবস্থা গ্রহণ করলে গ্রামবাসী ফুঁসে ওঠে। এলাকাবাসীর দাবি জানিয়েছে গোরস্থানের জমিতে কোন বাসতঘর করতে দেবো না বলেই প্রতিবাদ জানাই।
