জুলফিকার আলী আবীর:
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে গলায় ফাঁস দিয়ে মোছাঃইসমত আরা জোসনা(১২) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।আজ ২৪/০৪/২৪ রোজ বুধবার সকালে ইসমত আরা, নিজ স্বয়ংকক্ষে বাঁশের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।নিহত ইসমত আরা জোসনা গাংনী উপজেলার তেরাইল গ্রামের ইউসুফ আলীর কন্যা।গ বিষয়ে
স্থানীয়রা জানান, ইসমত আরা, মায়ের সাথে হাঁস মুরগিকে খাবার দেওয়াকে কেন্দ্র করে মনোমালিন্য হওয়াই রাগ ও অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহ*ত্যা করে।এ বিষয়ে
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।