মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত পেজের আলীর স্ত্রী মোছাঃ ছালেহার খাতুন এর বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।পরিবার সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। নিমিষেই সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বসতঘর, রান্নাঘর ও ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা সহ প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, আগুনে পোড়া পরিবারের পক্ষ থেকে লিখিত পেলে সহযোগিতা করা হবে।
