গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর-শালদহ সড়ক থেকে ৪টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশের একটি দল।আজ ০৬/০১/২৪ রোজ শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বোমা সদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটিদল।
এ বিষয়ে স্থানীয়রা জানান,উপজেলার চাঁদপুর ও শালদহ গ্রামের মধ্যেবর্তি একটি সড়কের মাঝখানে দুটি কলাগাছ দিয়ে তার পাশেই ৪টি বোমা সদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে।স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে। গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো একটি বালতি বোঝাই পানিতে করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে স্থানীয়রা জানান
আগামী,৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনের আর বাকি রয়েছে মাত্র ১দিন।আর গাংনী উপজেলার শালদহ গ্রামের,, ভোট কেন্দ্র হচ্ছে পাশেই চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।জনমনে আতঙ্ক, ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে দেয়ার হুমকি দিতে দুর্বৃত্তরা বোমা বস্তু গুলো সড়কে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম বলেন:উদ্ধারকৃত বোমা সদৃশ্য বস্তুগুলো প্রকৃত বোমা কি না সেটি পরীক্ষার পর বলা সম্ভব হবে। তবে কে/কারা এগুলো রেখে গেছে,সেটিও সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা!