জুলফিকার আলি আবীর:
মেহেরপুরের গাংনী উপজেলার কৃতি সন্তান ‘ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক মো: মিনারুল ইসলামের লেখা সারিয়া গ্রাফের প্রকাশনায় ‘ম্যাজিক অব ইংলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।গত
২৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় ঢাকা অমর একুশে বই মেলায় বইটির মোড়ক করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত বিখ্যাত ছড়াকার বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আসলাম সানি।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পদক এসএম সামসুল হুদা, রাজধানী টিভির পরিচালক আতিক স্বপন, কবি ও সাহিত্যিক ইলা ইয়াসমিনসহ বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ।
বাংলাদেশকে এগিয়ে নিতে ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম। এখনও অনেক শিক্ষার্থী ইংরেজি ভাষাকে ভয় পায়। এক্ষেত্রে ‘ম্যাজিক অব ইংলিশ’ বইটি শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার দার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বক্তারা।
মো: মিনারুল ইসলাম বলেন,দীর্ঘদিন গবেষণার পর সকল শিক্ষার্থীদের সুবিধার্থে অত্যন্ত সহজ ভাবে লেখা হয়েছে বইটি। এতে গ্রামার শেখার পাশাপাশি ইংরেজিতে কথা বলার সহজ পদ্ধতি রয়েছে যা শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
