গাংনীতে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন
“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে -উদ্ভাবনে স্থানীয় সরকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাংনীতে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
গাংনী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপি এই ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
গাংনী উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ জনাব এম এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উন্নয়ন মেলার উদ্বোধন করেন, মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ্ ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের নেতা মনিরুজ্জামান মাষ্টার, মনিরুজ্জামান আতু, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহ আলম হুসাইন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা। উদ্বোধনের আগে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলায় সজ্জিত ১৩ টি স্টল পরিদর্শন শেষে প্রধান অতিথি এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন মেলার উদ্বোধন করেন। সচিব ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ ও সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, শিক্ষক বৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উন্নয়ন মেলায় মোঃ হুমায়ূন কবির সুমন সহঃ শিক্ষক জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং আয়েশা সিদ্দিকা এর উপস্থাপনায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে গান পরিবেশেন করেন পূর্নিমা, মমো,সোনিয়া,কামিনী, শারমিন,ইরিন,সামিউল এবং নৃত্য পরিবেশেন করেন শারমিন এবং উর্মিলা