মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা গ্রামের পশ্চিমপাড়ায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। সকালে স্ত্রীর মৃত্যু, আর মধ্যরাতে মারা গেলেন স্বামীও।
জানা গেছে, স্বামী অসুস্থ থাকলেও রবিবার সকালে মারা যান স্ত্রী ভাদু (৭৫)। স্ত্রীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েন স্বামী নিয়াত আলী (১০৩)। রাত আনুমানিক ২টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয়রা জানান, দুজনের দাম্পত্য জীবন ছিল গভীর ভালোবাসায় পূর্ণ। জীবনের শতবর্ষ পেরিয়েও ছিলেন পরস্পরের অবিচ্ছেদ্য সঙ্গী। গ্রামবাসীর ভাষায়- ভাদুর মৃত্যুর পর নিয়াত আলী যেন বাঁচার আগ্রহই হারিয়ে ফেলেছিলেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে আলেমরা বলেন, আল্লাহ তায়ালা যাদের মাঝে প্রকৃত মায়া ও ভালোবাসা সৃষ্টি করেন, মৃত্যুতেও কখনো কখনো তাদের বিচ্ছিন্ন করেন না। কুরআনে বলা হয়েছে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই দম্পতির মৃত্যু হয়তো সেই নিয়তিরই বাস্তব রূপ।গতকাল স্ত্রীর জানাজা সম্পন্ন হলে এখন প্রস্তুতি চলছে স্বামীর। স্থানীয় গোরস্থানে তিনার জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ভালোবাসা, বেদনা আর মৃত্যু- সব মিলিয়ে হিন্দাসহ আশেপাশের গ্রামগুলোতে এখন শোকের নীরবতা।
previous post