গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে মাদক সেবনের দায়ে মোঃআসাদুজ্জামান রবি(২৫)নামের এক মাদক সেবীকে এক বছরের জেল ও ১০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ০৮/০২/২৪ রোজ বৃহস্পতিবার বেলা ১২:০০ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম এই জেল ও জরিমানা করেন। মাদক সেবী রবি, উপজেলার গোপালনগর গ্রামের রবিউল ইসলামের পুত্র। এ বিষয়ে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্ষনিকালয় বোডিং এ রুম ভাড়া নিয়ে মাদক সেবন কোরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ গাংনীস্থ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে, দুই পুরিয়া গাঁজা, ০৮ টি নেশা জাতীয় ইনজেকশন,ও ইনজেকশন পুশ করার সিরিঞ্জসহ তাকে আটক করা হয়, পরে মাদক সেবী, রবি.নিজের দোষ স্বীকার করায় গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাদির হোসেন শামীম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবী রবিকে নগদ ১হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড প্রদান করেন!
