আজ বিকেল মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেরাইল গ্রামের কুঠিপাড়া গ্রামে ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের দাবিতে মানববন্ধন।
করনাকালীন পরিস্থির কারণে স্কুল কলেজ বন্ধের কারণে দিন দিন শিক্ষার্থীরা ফ্রি ফায়ার ও পাবজি গেমে আসক্ত হয়ে পড়েছে। অভিভাবক ও শিক্ষকরা যখন চিন্তিত তখন মেহেরপুর জেলার গাংনী উপজেলার একদল তরুণরা ফ্রি ফায়ার ও পাবজি বন্ধের দাবি জানিয়ে মানববন্ধন করছে।
তেরাইল কুঠিপাড়ার ইমাম আবুল কালাম আজাদ তার বক্তেব্য বলেন, ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে তাদের মেধা নষ্ট হয়ে গেছে। স্কুল কলেজগুলো এভাবে বন্ধে থাকে আরো কিছুদিন চলতে থাকে তারা কোন ক্লাসে পড়ে সেটাও বলতে পারবেনা। আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধ করে স্কুল কলেজ খুলে দেয়া হোক।
উক্ত মানববন্ধন এর আয়োজন করেন তেরাইল কুঠিপাড়াবাসী।