শরীফ মাহমুদ
মেহেরপুর সদর উপজেলা গহরপুর গ্রামে , আজ রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে মুহাম্মদ বাশার আলীর মেয়ে সুরাইয়া (৫) গুরুতর আহত হয়।
ঘটনাস্থল থেকে জানা যায় বাসার আলীর মেয়ে সুরাইয়া রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার নিচে পড়ে আহত হয়। অটোচালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আসার সময় মেয়েটির বুকের উপর দিয়ে চালিয়ে দেয় অটোরিকশা, অটোচালকের বাসা বলিয়ার পুর গ্রামে বলে ধারণা করেন এলাকাবাসী।
স্থানীয় লোকেরা ওই সময় অটোরিকশাকে আটক করে তাতেই মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
বাচ্চাটির অবস্থা অনেক খারাপ হওয়ায় আশঙ্কাজনক বলে ধারণা করেন প্রত্যক্ষদর্শীরা।
