ডেস্ক রিপোর্ট:
গত ২৪ ঘন্টায় মেহেরপুরে নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত। মেহেরপুর সিভিল সার্জন এর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যাঃ ৬৮ (এন্টিজেন টেষ্ট ১৬ টি, জীন এক্সপার্ট-১৫, আরটিপিসিআর-৩৭ টি)
নতুন পজেটিভ-১৬ টি।
(সদর-৪,গাংনী-৩, মুজিবনগর-৬) বাকি ৩ টি চুয়াডাঙ্গা-দামুড়হুদার ।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৬৯
(সদর-১৯, গাংনী-২৮, মুজিবনগর – ২২) জন।
মৃত্যু – ২৩ জন।
(সদর-১০, গাংনী- ১০, মুজিবনগর -৩)।
সুস্থ্য= ৮৬৪ জন।
[ সদর-৪৯৮, গাংনী -২৬৮, মুজিবনগর- ৯৮]
????ট্রান্সফার্ড- ৭৯ জন। (সদর- ৫৪, গাংনী-১৫ , মুজিবনগর -১০)
সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।
সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।
সিভিল সার্জন মেহেরপুর।