ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় মেহেরপুরে নতুন করে আরো ১৮ জন করোনা ভাইরাস আক্রান্ত।
মেহেরপুর সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যাঃ এন্টিজেন টেষ্ট ৪৩ টি নমুনা পরীক্ষায় ১২ টি কোভিড পজেটিভ পাওয়া যায় এবং জীন এক্সপার্ট টেষ্ট-৯টি নমুনা পরীক্ষা করা হয় যার মধ্যে ৬ টি কোভিড পজেটিভ পাওয়া যায়।
অর্থাৎ নতুন পজেটিভ-১৮ টি।
(সদর-৭,গাংনী-৪, মুজিবনগর-৪) এবং চুয়াডাঙ্গার দামুড়হুদায়- ৩ জন ।
মেহেরপুর জেলায় পজিটিভ কেইস এর সংখ্যা বর্তমানে ৫৬
(সদর-১৬, গাংনী-২৭, মুজিবনগর – ১৩) জন।
মৃত্যু – ২৩ জন।নতুন মৃত্যু ১ জন(গাংনী)
(সদর-১০, গাংনী- ১০, মুজিবনগর -৩)।
সুস্থ্য= ৮৫৮ জন।
[ সদর-৪৯৫, গাংনী -২৬৬, মুজিবনগর- ৯৭]
????ট্রান্সফার্ড- ৭৯ জন। (সদর- ৫৪, গাংনী-১৫ , মুজিবনগর -১০) নতুন ১৮ টি রোগীর বর্তমান অবস্থানঃ
সদরঃ ০৭ জন
পৌরসভাঃ মল্লিকপাড়া-২ জন, পেয়াদাপাড়া-১ জন, পুলিশ লাইন পাড়া-১জন, গড়পাড়া-১ জন, হাসপাতাল পাড়া-১ জন মোট ৬ জন।
উপজেলাঃ আশরাফপুর-১জন।
গাংনীরঃ ০৪ জন
হিন্দা-২ জন, তেঁতুলবাড়িয়া-১ জন, ভোমরদাহ-১ জন।
মুজিবনগরঃ ০৪ জন
সোনাপুর-১ জন, বাগোয়ান-১জন, আনন্দবাস-২ জন।
বিঃ দ্রঃ চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার- ৩ জন।
সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান -পানি দিয়ে হাত ধোবার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যাবহার করুন, জন সমাগম এড়িয়ে চলুন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।
সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন সিভিল সার্জন মেহেরপুর।
