আলমডাঙ্গা প্রতিনিধিঃ
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে হাতে নাতে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার ১০ই আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন মুন্নীর চায়ের দোকানের সামনে থেকে সন্ধা ৬:১০ মিনিটের তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ সাদ্দাম হোসেন(২৩), পিতা মৃত আকমল হোসেন, সাং – আলমডাঙ্গা পৌরসভাধীন বাবুপাড়া ও অপর আসামী রুবেল হোসেন, পিতা – রেজাউল সাং- ষ্টেশনপাড়া, উভয়েরই থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথ জানান গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আলমডাঙ্গা স্টেশন সংলগ্ন জায়গায় মাদক কারবারীরা মাদক কেনা- বেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই মোঃ মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে দুই মাদক বিক্রেতাকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় ।
তিনি বলেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।