আল-আমিন হোসেনঃ
আজ রবিবার সকাল ৯:৩০মিনিটের সময় আলমডাঙ্গা গোকুল খালি সড়কে আলমসাধুকে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে সুজিত মাঝি নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানাগেছে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরা হাটি গ্রামের রতন মাঝির ছেলে সুজিত মাঝি (৩২) প্রতিদিনের ন্যায় আজকেও কাঁচামাল বোঝায় আলমসাধু নিয়ে গোকুলখালি বাজারে পৌছালে পিছনের দিক থেকে ট্রাক এসে সজরে ধাক্কা দিলে আলমসাধু চালক ঘটনা স্থলে গুরুতর ভাবে আহত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথ ভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কৌশলে ঘাতক ট্রাকটি পালিয়ে যায় এবং ঐ দিনই বিকেলে চুয়াডাঙ্গা মর্গে লাশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
