আলমডাঙ্গা থেকে আল-আমিন হোসেনঃ
আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬জুন)আলমডাঙ্গা থানাধীন জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সার্কেল এসপি আনিসুজ্জামান লালনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, রিয়াজুল ইসলাম, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান শিলন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি ও হাটমালিক হাসানুজ্জামান হান্নানসহ ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারন মানুষ।
সঞ্চালনায় ছিলেন আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এস আই বিকাশ।
