আলমডাঙ্গা প্রতিনিধি :
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আলমডাঙ্গা ভূমি অফিসের মিউটেশন কাম সার্টিফিকেট সরকারী, তানভীর আজিজের মৃত্যু হয়েছে ও আরেক সহকর্মী সোহেল রানা গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে চালক ও হেলফার পলাতক। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার সময় উত্তরা ফিলিংস্টেশনে নিকটে দুর্ঘটনা ঘটে। বাসের নং মেহেরপুর জ ০৪-০০০৪।
জানা গেছে চুয়াডাঙ্গার সদর উপজেলার নাসিরউদ্দিনের ছেলে তানভীর আজিজ আলমডাঙ্গা উপজেলায় ভূমি অফিসের মিউটিশন কাম সার্টিফিকেট সরকারী পদে চাকুরী করতেন।বাসা নিজ জেলায় হওয়াতে তিনি চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে আসা যাওয়া করতেন। প্রতিদিনের ন্যায় তিনি তার মোটরসাইকেল আরেক সহকর্মী সোহেল রানার সাথে বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে আলমডাঙ্গা উত্তরা ফিলিংষ্টেশনের নিকটবর্তী হলে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উভয়কেই উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হলে তার মধ্যে তানভীর আজিজের অবস্থা মারাত্বক হওয়ায় দ্রুত তাকে কুষ্টিয়া সদর হসপিটালে রেফার করা হয়। পরে সেখানেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলে সেখানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উল্লেখ্য যে আলমডাঙ্গায় গত তিনদিনে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৪ জন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানা পুলিশ পৌছে ঘাতক বাসটি আটক করে থানা হেফাযতে রাখা হয় ।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া সাংবাদিকদের কাছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং থানায় মামলায় প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
