আল- আমিন হোসেনঃ
আলমডাঙ্গায় ২০২৩-২০২৪ অর্থবছরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতি (২৫ এপ্রিল ) বেলা ১০ টায় আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার হারদী ইউনিয়নের কুয়াতলা গ্রামে কৃষকদের নিয়ে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহেনা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ আরশেদ আলী, প্রকল্প পরিচালক তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ডিএই, খামারবাড়ি ঢাকা,অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ হীরক কুমার সরকার,তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার, যশোর অঞ্চল।
মাঠদিবসে বক্তারা বলেন, বিদেশ থেকে আমদানি কমিয়ে তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এসব প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। এ প্রকল্পের আওতায় স্বল্পকালীন ফসল বাদাম, সরিষা, সয়াবিন, সূর্যমুখী ও তিল চাষ বৃদ্ধির জন্য চাষিদের উদ্বুদ্ধ করনসহ বিভিন্ন রকম প্রণোদনা দিয়ে যাচ্ছে সরকার।
অনুষ্ঠান শেষে সাধারন কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাগনসহ গণমাধ্যম কর্মীরা।