কোরবানি ঈদকে সামনে রেখে মেহেরপুরের আমঝুপি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
টানা দুইদিনের কর্মসূচির মধ্যদিয়ে এসকল চাল তুলে দেয়া হয় সুবিধাভোগী পরিবারের সদস্যদের হাতে।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রায় ১৮০২ পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর এই চাল বিতরণ করা হয়।
(১৪-জুন) শুক্রবার দিনের শুরুতেই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পরিষদের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যদের সাথে নিয়ে উপহারের এই চাল বিতরণ করেন।