দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের আমঝুপিতে প্রজন্ম_সংগঠন এর উদ্যেগে ৫ম বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৩, এর আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রজন্মসংগঠন এর নিজ কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন, করা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বোরহান উদ্দিন আহমেদ। এদিকে প্রজন্মসংগঠন এর দায়িত্বশীলরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা অপরিহার্য। অথচ বাংলাদেশে বনভূমি আছে (সরকারি হিসেবে) সর্বোচ্চ ১৫ দশমিক ৫৮ শতাংশ।
পরিস্থিতি উত্তরণে প্রজন্ম সংগঠন জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছে। আলহামদুলিল্লাহ,বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে ২০০ চারাগাছ বিতরণ করা হয়েছে।আরও লাগানো হবে ইনশাআল্লাহ।
এই কর্মসূচির অংশ হিসেবে আমঝুপি বাজার এলাকার বিভিন্ন স্থানে, বৃক্ষরোপণ করেন প্রজন্ম সংগঠনের এ সকল সদস্যরা।