আজ ২১ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিঃ ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য আত্নদানকারী সকল বীর শহিদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাস্থ্য বিধি মেনে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটি পালিত হচ্ছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জনাব মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়া, জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুষ্টিয়া। জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া, ইনচার্জ ওসি ডিবি, কুষ্টিয়া, ডি আইও ১, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়া, আরও আই রির্জাভ অফিস, কুষ্টিয়া।অফিসার ইনচার্জ,কুষ্টিয়া মডেল থানা, ইনচার্জ সাইবার ক্রাইম ইউনিট, ইনচার্জ কুষ্টিয়া পুলিশ হাসপাতাল, ও সি এমটি কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।
