মেহেরপুর সদর থানার বারাদী হাটথেকে চোরাই ছাগল সহ তিন জনকে আটকের আপরাধে ব্যবসায়ী ও ৩ স্থানীয় পত্রিকার সাংবাদিকদের হেস্তনেস্ত করেছে বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই দেবাশীষ। এ সময় এসআই দেবাশীষ সাংবাদিক ও ব্যবসায়ীদের দেখেনেওয়া ও ক্যামেরা ছিনিয়ে নেবার হুমকী দেয়।
এলাকা বাসী জানায় আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদরের বারাদী বাজারে ইজি বাইক ও মটোর সাইকেল যোগে ৩ ব্যক্তি একটি ছাগল বিক্রির জন্য আসে। এসময় তাদের কথা ও চালচলনে বাজারের ব্যবসায়ীদের সন্দহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করে। এসময় ব্যবসায়ীরা তাদের আটকে রেখে বারাদী পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই দেবাশীষ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান । এসময় বারাদি ( নবগঠিত) ইউনিয়নের স্থানীয় পত্রিকার সাংবাদিক আরিফ হোসেন, নাহিদ হাসান, এসআই বাবু সহ ব্যবসায়ীদের গাল মন্দ করেন। এসময় পুলিশ স্থানীয় সাংকবাদিকদের ছবি তুলতে ও তথ্য নিতে নিষেধকরে বলেন, সবাইকে আইসিটি আইনে মামলা দেওয়া হবে বলে হুমকীদেন। ব্যবসায়ীরা এর প্রতিবিাদ করলে তিনি তাদের দেখে নেবার ও হুমকী দেন। এর পর তিনি ছাগল সহ চোর তিনজনকে নিজ হোফাজতে ক্যম্পে নেন। তবে এসময় ক্যাম্পে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয়নি বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।