মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের ছাগল ব্যবসায়ী তোফাজ্জল হোসেন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক লিটনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে লিটনকে আদালতে নেওয়ার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তারেখ হাসানের আদালতে সে তার দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে লিটনকে বিকালের দিকে কারাগারে নেওয়া হয়।
সোমবার সকাল ১১ টার দিকে হরিরামপুর গ্রামের মাঠে তোফাজ্জলের মরদেহ উদ্ধার করার পর রাতে লিটনকে গ্রেপ্তার করে পুলিশ। লিটন তেরোঘরিয়া গ্রামের আসাদ আলী ছেলে। এবং হরিরামপুর গ্রামের হাসমত আলীর জামায় কয়েকমাস পূর্বে লিটন তার শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস শুরু করেন। এবং নিহত তোফাজ্জলের সঙ্গে অল্প কিছুদিন ধরে ছাগলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলো।