আসাদুজ্জামান তপু
সর্বশেষ বাংলাদেশের মাটিতে ২০০০ সালে টি২০ খেলেছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মাঝে মাঝে খেলার গুঞ্জন থাকলেও আসা হয়নি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।
তবে এবার আর গুঞ্জন নয় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার জন্য প্রথমিক ২৩ সদস্য দেওয়ার কথা থাকলেও আরো ৬ নতুন সদস্য বাড়িতে ২৯ সদস্য দল দিয়েন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। বাংলাদেশের মাটিতে অধিনায়ক অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে খেলবেন টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজে ৬ নতুন মুখ হলোঃ (১)বেন ম্যাগডান
(২)জন কিসটিয়ান
(৩)ক্যামরোন গ্রীল
(৪)অষ্টন টারণার
(৫)ওয়েচ এগার ও
(৬)নাথান এলিচ
জন কিসটিয়ান ২০১৭ সালের পর আবারো টি২০ ফরম্যাট এ ডাক পেয়েছেন।