মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে, স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানো, দূরপাল্লার বাস ট্রাকের প্রতি নির্দেশনা, প্রতি গাড়িতে লগ বই রাখা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর বাস মালিক সমিতির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মেহেরপুর জেলা ট্রাফিক ইনস্পেক্টর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ট্রাফিক ইনস্পেক্টর (২) সরদার বুলবুল আহমেদ, ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাস, মোজাফফর হোসেন, জেলা ট্রাক মালিক, শ্রমিক বাস, মালিক, শ্রমিক মাইক্রোবাস শ্রমিকের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।