মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় জেলা প্রশাসকের গাড়ি চালক মোমিনুল ইসলামের মেয়ে তৃষা (১৪) নিহত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা স্থানীয় ৯ম শ্রেণীর ছাত্রী। ঘটনার পরপরই নিহতের লাশ নিজ বাড়ি সদর উপজেলার বামনপাড়াতে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, জেলা প্রশাসকের গাড়ি চালক মোমিনের বাড়ির কাজের লোক পলাশ তাকে মোটরসাইকেলে করে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌছানো মাত্র একটি বাইসাইকেল পাশ দিয়ে যেতেই তার উড়না সাইকেলের সাথে বেঁধে মোটরাসাইকেল থেকে রাস্তার উপর পড়ে যায়। এসময় একই দিকে আরেকটি পাওয়ারটিলার যাওয়ার সময় তৃষ্ণার মাথার উপর দিয়ে চলে যায়। এতে তৃষ্ণার মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যায়।
সদর থানার ওসি শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।