বারাদী প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার নব-গঠিত বারাদী ইউনিয়নের রাজনগর মল্লিকপাড়া যুব সম্প্রদায় এর উদ্যোগে যুব ভলিবল টুর্নামেন্টে সজীব একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সজীব একাদশ ২-০ সেটে আতিক একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। নবগঠিত বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নবগঠিত বারাদী ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থী মোঃ আরিফুল ইসলাম লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে শফিকুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।