নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর জেলার আসন্ন মুজিবনগর উপজেলার ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের এর মতোনীত ৪নং মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউর রহমান নান্নুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে যতারপুরে এই
জনসভায় শহিদুল ইসলাম পেরশান এর সঞ্চালনায়
সভাপতিত্ব করেন ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি শফিউল ইসলাম।
এই সময় মেহেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন যতারপুরে বিপ্লব হবেই নৌকার পক্ষে সেই সাথে নৌকা কে জয় নিশ্চিত হবে বলে তিনি বলেন। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও আইনজীবি সমিতির সভাপতি এড. মিয়াজান আলী।প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এড ইয়ারুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বল্টু মিয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মৃদুল প্রমূখ।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা।
যতারপুর গ্রামে নির্বাচনী জনসভায় আগামী ১১ ই নভেম্বর আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমান নান্নু।