প্রতিবেদক, মেহেরপুর
মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মিল্টন নামের এক যুবক মারাত্মক আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মিল্টন মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের দফাদার আলীর ছেলে। জানা গেছে, মিল্টন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মেহেরপুর আসার পথে পথিমধ্যে একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মিল্টন মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক মিল্টনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।