নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর কালাচাঁদপুর কাশেম সাঁইজির আশ্রম বাড়িতে গাঁজা সেবন করার সময়
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ৯ জন আটক। রবিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর ডিবি পুলিশ গোপন তথ্যের উপর ভিত্তি করে এই অভিযান চালায়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হলে আটক হওয়া ৯ জন কে ৩ মাসের জেল ও ২০০ টাকা জরিমানা করা হয়। এই সময় সহকারী কমিশনার মিথিলা দাস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আওতায় তাদের এই শাস্তি দেন। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সহ মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহা দারা। আটক হওয়া নয়জন হলেন
১) মোঃ সিরাজুল (৫৬) পিতা: রাইচ উদ্দিন শেখ
গ্ৰাম: কালাচাঁদপুর
২) বাকুল হালিম(২৮) পিতা মোঃ আমিরুল ইসলাম
গ্ৰাম: বারাদি
৩) মোঃ মেহেদী হাসান(২৬) পিতা: কিফাত আলী বাসা গাংনী।
৪) মোঃ মাছুম আলী (৪০) পিতা কাওখর আলী
তাঁতি পাড়া
৫) মোঃ খোকন আলী(৩৮) পিতা স্বাধীন মোহাম্মদ
বাসা খাঁপাড়া
৬) রফিকুল ইসলাম ( ৫০) পিতা বাঘের আলী
বাসা কান্দেবপুর
৭) জুয়েল রানা (৩০)পিতা জয়নাল আবেদীন বাসা বেড়পাড়া।
৮) মোঃ আরিফুল জামাত ছালাম ( ৩১) পিতা আকুল কুদ্দুস বাসা বড় বাজার মেহেরপুর।
৯) মহিরুল কাছেম ( ৪৫) পিতা তাহলেব বাসা বেড় পাড়া।