নিউজ ডেক্স–
আগামী ২৬শে আগষ্ট মেহেরপুর রিপোর্টাস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নুরুজ্জামান জেলা রিপোটার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৯ আগস্ট।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৯ আগস্ট।
মনোনয়ন ফরম বিক্রি শুরু ও জমা ২১ -২৩ আগস্ট প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
যাচাই বাছাই ও প্রত্যাহার ২৪ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত।বিকেল ৫ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
২৬ তারিখ শুক্রবার বিকাল ৩টা থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত গোপন ব্যালটে টানা ভোট গ্রহণ চলবে। বিকেল ৫.৪৫ মিনিটে ভোট গননার কাজ শুরু হবে।গননা শেষে ফলাফল ঘোষণা করা হবে।