নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেছেন আমাদের নির্বাচনের আগে যে ইস্তেহার ঘোষণা করেছিলাম, মেহেরপুরে এই ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠা করব, সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, এরই মাঝে মেহেরপুরে ৭৫ টি নান্দনিক মাধ্যমিক বিদ্যালয়, ৮০ টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে, মেহেরপুর সরকারি কলেজে ৩ টি ভবন নির্মাণ করা হয়েছে। ১১ তলা ভবনের কাজ নির্মাণাধীন রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শতভাগ বিদ্যুৎ সহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হয়েছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বৃহস্পতিবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের ৪ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।