নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেহেরপুর মুজিব নগর উপজেলার ৪নং মহাজানপুর ইউনিয়নে আওয়ামী মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ এর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ এ জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে মহাজনপুর ইউনিয়নের কোমোরপুর ফ্লিট পাড়ার এলাকায় নৌকা প্রতীক এর অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের উৎশৃংখল কর্মী ও সমর্থকরা।
স্থানীয় ওয়ার্ডের এলাকাবাসী জানান গভীর রাতে কিছু সন্ত্রাসী বাহিনী নৌকা প্রতীক এর নির্বাচনী অফিস এ হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। হামলায় নির্বাচনী অফিস এর চেয়ার টেবিল ভাংচুর ও পোস্টার গুলোতে আগুন লাগিয়ে দেই, প্রতিবেশীদের বাড়িতে হামলা করে এবং তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। আ’লীগের মনোনীত নৌকা প্রতীক এর প্রার্থী রেজাউল রহমান নান্নু বলেন ঘটনার সময় আমি পার্শ্ববর্তী ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত ছিলাম সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, তিনি আরও বলেন নৌকার জয় নিশ্চিত জেনে প্রতিপক্ষরা এই কাজটি করেছে আওয়ামী লীগ বিরোধী অপশক্তি। দুর্বৃত্তের প্রতিপক্ষরা এমন হামলা চালিয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং জরিত দের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত থানাই মামলার প্রস্তুতি চলছে।