মেহেরপুর জেলার আমঝুপি বারাদি সহ বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়ায় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যার দিকে কয়েক মিনিট এর ঝড়োহাওয়া ও শিলা বৃষ্টিতে মাঠে দন্ডায়মান ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আমঝুপি বারাদি অঞ্চল এর রাজনগর জুগিনদা কলায় ভাঙ্গা, মুমিনপুর সহ বিভিন্ন গ্রামের মাঠের সরজমিনে গিয়ে দেখা যায় প্রচুর আলু, গম, ভুট্টা সহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫/২০ মিনিট এর এই স্থায়িত্বকালেথ এই শিলা বৃষ্টিতে কৃষক দের অপূরণীয় ক্ষতি হয়েছে। বারাদি বীজ উৎপাদন খামার এর (বিএডিসি) উপপরিচালক হাফিজুর ইসলাম জানান চলতি অত্র বছরেৎঅত্র খামারে ভুট্টা ৩.৭৫, গম ৬০ ও ২৬ একর আলু চাষ করা হয়েছে। যাহা বর্তমান মাঠে দন্ডায়মান ঝড়োহাওয়ার ও শিলা বৃষ্টিতে খামারে আবাদ কৃত ৩.৭৫ ভুট্টা ও গমের গাছ মাটিতে শুয়ে গেছে এবং ২৬ একর আলু হেম্পলিং পরবর্তী অবস্থায় থাকায় শিলা বৃষ্টির কারণে জমিতে পানি জমে পচন লাগা শুরু হয়েছে এ এক্ষেত্রে চলতি অর্থবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা কষ্টসাধ্য হয়ে যাবে। তিনি আরও বলেন শিলা বৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কটিটাকা উপরে। আমঝুপি সবজি ও বীজ খামারে উপপরিচালক গোলোকনাথ ভৌমিক জানান আমরা খামারের টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া ৬.৫০ একর ও অন্যান্য শীত কালীন সবজি ৪৩.৬০ একর জমিতে সবজি বীজ উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৩৬২৫ কেজি। লক্ষ্যমাত্রার অর্ধেক পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।