মেহেরপুর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণের দাবিতে মেহেরপুর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড বাসী পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শুক্রবার সন্ধ্যার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডের শতাধিক নারী-পুরুষ পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ করেন। এসময় পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, খুব দ্রুত এলাকার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করা হবে। এ সময় পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন বলেন কয়েকটা দিন অপেক্ষা করেন।