জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, চাল, ডাল, তেল, সারসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, ভোলার পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম, সেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিমকে হত্যার প্রতিবাদে মেহেরপুর পৌর বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহরের গাথুলী বাস স্ট্যান্ডে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে মেহেরপুর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য মাসুদ অরুণ।
মেহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, জাবেদ মাসুদ মিল্টন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর মেহেরপুর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম।