জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল।
মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানে সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী।যুব সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, নিসান সাবের, যুবলীগ নেতা সাজেদুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান পলেন ছাত্রলীগ নেতা মাসুদ রানা, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান , জেলা ছাত্রলীগের সহ সভাপতি শোভন।