মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড.মোহাম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।
সোমবার সকালে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী কেন্দ্র, গাংনী এবং মুজিবনগর কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সাথে কথা বলেন। এবং নির্বাচনের আইন শৃঙ্খলা সহ সার্বিক খোঁজ খবর নেন। এবং তিনি আরো জানান মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনের মোট তিনটি কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্র সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন চলছে।