নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণ কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াস, হ্যান্ড স্যানিটাইজারন ও সাবান বিতরণের করা হয়েছে।
সোমবার সকালে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল মাস্ক সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। জেলা পরিষদের সামনে থেকে বড় বাজার পর্যন্ত পথচারী রিকশা চালক, ভেন চালক সহ সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ ও সাবান বিতরণ করেন।
মেহেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে ৩ লক্ষ ৯০ হাজার মাস্ক, ১০ হাজার হ্যান্ড স্যানিটাজার,১০ হাজার হ্যান্ডওয়াশ,১০ হাজার সাবান বিতরণ করা করা হবে। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রাসূল সহ জেলা পরিষদের সদস্য নার্গিস সুলতানা, সামিউন বাসির পলি, অতুল মোরশেদ, ইমতিয়াজ আহমদ মিরন, খাজা মইনুদ্দিন লিটন, আজিমুল বাবি মুকুল সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।