নিজস্ব প্রতিনিধিঃ- সাব্বির আহমেদ
মেহেরপুরে জেলার নবগঠিত জিয়া মঞ্চ কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগষ্ট) বিকেলে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।এবং অনুষ্ঠানের শুরুতেই মোঃওয়াসিম রাজা প্রবিত্র কোরআন থেকে সূরাহ ফাতেহা পাঠ করেন।
জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটিঃ–
আহ্বায়কঃ-এ্যাড. নজরুল ইসলাম,
সিনিয়র যুগ্ম আহ্বায়কঃ-মোঃ মনিরুল ইসলাম মনি,
যুগ্ম আহ্বায়কঃ-মোঃ হাসানুজ্জামান (বিপলু)
যুগ্ম আহ্বায়কঃ- মোঃ ইউনুস আলী
যুগ্ম আহ্বায়ক মোঃ ইদ্রিস আলী
সদস্যঃ- মোঃ আসাদুল ইসলাম, মোঃ বিল্লাল,মোঃ ফারদুল ইসলাম, মোঃওয়াসিম রাজা, মোঃ মোসাদ আলী, মোঃ হজরত থান্দার,শফিকুল ইসলাম, মো মিজানুর রহমান, মো আরব আলী,মো মিলন,মো উজ্জ্বল হোসেন, মো আসলাম উদ্দিন, মো সোহাগ হাসান, মো ফুর্তি হাসান, মো সজল বিশ্বাস, মো নাইম হোসেন, বকুল হোসেন, রাইহানুল কবির, আব্দুল হাসেম,মো মমিন, মো রিপন, মো রেজাউল, সৈয়দ ওয়ালী উল্লাহ কবির, মো রুবেল, মো বাসিম,ও মো লিটন।
জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাড.নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খাঁন ছাতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক (লিটন) জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন,সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লেয়ার, বিএনপি নেতা আসাদুল হক,জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, মুজিবনগর উপজেলা বিএনপির নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক,যুগ্ম আহ্বায়ক,ও সদস্যগণ সহ, জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নবগঠিত জিয়া মঞ্চ কমিটির সকল নেতৃবৃন্দদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয়।
যুবদল নেতা ও জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় ও আহ্বায়ক অ্যাড.নজরুল ইসলামের সভাপতি ও সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে মেহেরপুর জেলা শাখার নব-গঠিত জিয়া মঞ্চ কমিটির পরিচিতি সভা শেষ হয়।