নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে করোনা পরিস্থিতি বেড়েই চলেছে। এ পরিস্থিতি সামাল দিতে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি শুরু হয়েছে। সরকারের আগামী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলার সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেককে মাস্ক পরিধানে বাধ্যতামূলক ঘােষণা দেয়া হয়। এ লকডাউন কার্যকর করতে মঙ্গলবার সন্ধ্যায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম গাংনী বাজার পরিদর্শনে করেন। এসময় মাস্ক বিহীন চলাফেরা করার দায়ে ছয় জন পথচারীকে ৬০০ টাকা জরিমানা করা হয়। এদিকে লকডাউন নির্ধারিত সময়ে গাংনী বাজারের দােকান-পাট বন্ধের বিষয়ে তাগিদ দিতে গাংনী থানা পুলিশ নজরদারি শুরু করেছে। মঙ্গলবার বিকেলে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একাধিকদল শহরে টহল জােরদার করেছে।