মেহেরপুরের গাংনীতে ১৫ কেজি রুপাসহ ২জনকে আটক করেছে পুলিশ । এসময় রুপা বহনকারী ১টি মােটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন-গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ হােসেন (২৭) ও একই গ্রামের শওকত আলীর ছেলে রানা হােসেন (২৮)।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার করমদী মাঠপাড়া থেকে তাদেরকে আটক করে স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের । গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,দুইজন মােটরসাইকেল আরােহী তেঁতুলবাড়ীয়া বাজারের দিক থেকে বামন্দী শহরের দিকে যাচ্ছিল। তারা করমদী গ্রামের কাছে পৌঁছালে,স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের একটিদল সন্দেহভাজন ভাবে তাদের গতিরােধ করে। এসময় তাদের মােটরসাইকেলের সিট কভারের নিচে তল্লাশি চালিয়ে ১৫ কেজি রুপা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। আটককৃতদের নামে মামলা দেওয়া হয়েছে।