মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের পিন্টু নামের ৪০ বছর বয়সি দুই সন্তানের জনক নিজ চায়ের দোকানের বাশের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দিয়ে রাত আনুমানিক ৩টার দিকে আত্মহত্যা করেছে । জানা যায় পিন্টু মিয়া কুলবাড়িয়া তালপাতা পাড়ার আঃ সাত্তারের ছেলে।
সরেজমিনে গিয়ে দেখা যায় পিন্টু মিয়া গরুর দুধের ব্যাবসার পাশাপাশি নিজের একটি চায়ের দোকান পরিচালনা করে, মৃত পিন্টুর স্ত্রি জানায়, প্রতিদিনের ন্যায় গতরাত ২টা পর্যন্ত চায়ের দোকান চালনার পর দোকান বন্ধ করে আমার পাশে ঘুমিয়ে পড়ে,কখন যে আমার পাশ থেকে উঠে গিয়ে আত্মহত্যা করেছে আমি বুঝতে পারিনি,সে হার্ট কিডনি সহ মানসিক রোগে ভুগছিল।খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল)অপু সরোয়ার,ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান । এসময় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজন মালিথা কুতুব পুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা উপস্থিত ছিলেন ।
মেহেরপুর কুলবাড়িয়া দুই সন্তানের জনকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ।
previous post