নিজস্ব প্রতিবেদক: হেরোইন রাখার অভিযোগে ইউনুস আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত ইউনুস আলী মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের ইসাহক মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে ২০১২ সালের ২৪ শে মার্চ গাংনীর র্যাব-৬ এর কর্পোরাল শামসুল হকের নেতৃত্বে র্যাব-৬ এর একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে ইউনুস আলীর বাড়িতে অভিযান চালান।এসময় ইউনুস আলীর ঘর তল্লাশি করে ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করেন।