নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যু সংখ্যা। বিশেষ করে গাংনী উপজেলা ও মুজিব নগর উপজেলা থেকে মেহেরপুর সদর এ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। সারাদেশে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১ জুলাই থেকে এখন পর্যন্ত কঠোর লকডাউন রয়েছে সারা দেশ, তারি ধারাবাহিকতায় মেহেরপুরে কঠোর নজরদারিতে রয়েছে সেনাবাহিনীর আজ ৬ জুন রোজ মঙ্গলবার আজও শহরের বিভিন্ন স্থানে মেহেরপুর পৌর সভার নির্বাহি মেজিস্ট্রেট মেহেদী হাসান এর নেতৃত্বে সেনাবাহিনীরা সহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়েছেন।
বিনা কারণে যারা বাড়ির বাইরে বের হয়েছে তাদের নগত অর্থ দন্ড দেওয়া হয়েছে এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।