মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিসের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দিকে সদর উপজেলা পরিষদ কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক, জাহিদ ইকবাল শিমন, সিনিয়ার সহ-সভাপতি শেখ মোমিন, দপ্তর সম্পাদক আবু হোসেন কাকন, তহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ ,মৎস্য ব্যবসায়ী অনন্ত হালদার, রহিত হালদার প্রমূখ। সভায় আগামী ৭ -২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ওই সময় পর্যন্ত ইলিশ মাছ ধরা এবং বিক্রির করা থেকে বিরত থাকতে হবে।
মেহেরপুরে মৎস্য কর্মকর্তা অফিসারের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অবহিত করণ সভা অনুষ্ঠিত।
previous post