মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য উদ্ধার করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
শনিবার বিকেলের দিকে এ অভিযান চালানো হয়।মেহেরপুর সদর উপজেলা ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে বিপুল পরিমাণ ভেজাল চকোলেট সহ শিশুদের মুখোরোচক খাদ্য বিক্রি করার সময় সেগুলো জব্দ করা হয়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৫ ধারা মোতাবেক ঐ সমস্ত খাদ্য জব্দ করে সেগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।