আলোচনা সভা ও র্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিসে উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে “সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র প্রমূখ। এদিকে এর আগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়।
সিভিল সার্জন ডাক্তার জওয়াহেরুল আনাম সিদ্দিকীর নেতৃত্বে মেহেরপুর পৌর গেট থেকে শুরু করে র্যালীটি মেহেরপুর সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসেনজিৎ প্রণয় মিশ্র, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শফিকুল আলম, ইপিআই সুপার আব্দুস সালাম, ব্রাকের জেলা প্রতিনিধি ফজলুল হক প্রমূ।